ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শবরীমালায় প্রবেশে ব্যর্থ দুই নারী, কেরালা জুড়ে বিক্ষোভ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:০৪

শবরীমালায় প্রবেশে ব্যর্থ দুই নারী, কেরালা জুড়ে বিক্ষোভ

আলোচিত শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের কেরালা রাজ্য।

বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে বুধবার সকালে মন্দিরের দরজা থেকে ফিরে আসেন ৩০ বছর বয়সী দুই নারী। এ ঘটনার বিরুদ্ধে কেরালা জুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ।

ভারতের কনৌরের বাসিন্দা রেশমা নিশান্ত ও শানিলা সাজেশ প্রায় সাড়ে পাঁচ কিমি পথ অতিক্রম করে বুধবার ভোরবেলা মন্দিরে পৌঁছালেও তাদের ভিতরে ঢুকতে বাধা দেয় উন্মত্ত ভক্তরা।

রেশমা ও শানিলা ভোর পাঁচটার সময়ে পুরুষদের পোশাক পরে মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারা জানান, পুলিশ নিরাপত্তা দিবে এমন নিশ্চয়তা পাওয়ার পরই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়ে পথ আটকানোর চেষ্টা করেন। এই ভাবে টানা দু’ঘণ্টা টানাপোড়েন চলার পর পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, শবরীমালা মন্দিরে সকল বয়সী নারীরা প্রবেশ করতে পারবে। ১৯৬৫ সাল থেকে ওই মন্দিরে ১০ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।

কিন্তু সুপ্রিম কোর্টের এমন রায়ের পরও দেশটি বিভিন্ন উগ্র হিন্দু ধর্মীয় গোষ্ঠী ১০ বছর থেকে ৫০ বছর বয়সী নারীদের ওই মন্দিরে প্রবেশে বাঁধা দিচ্ছে।

সূত্র: আজকাল

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত