ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

কলম্বিয়ায় পুলিশ একডেমিতে বোমা হামলা, নিহত ২০

কলম্বিয়ায় পুলিশ একডেমিতে বোমা হামলা, নিহত ২০

কলম্বিয়ার রাজধানী বোহোটায় এক গাড়িবোমা হামলায় বিদেশিসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন।

শুক্রবার ভোরে কলম্বিয়া পুলিশ একাডেমিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। সাম্প্রতিক সময়ে দেশটিতে এটিই সবচেয়ে বড় হামলা।

হামলার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের হাসপাতালে আনার জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণে ভবনের জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।

হামলায় নিহতদের মধ্যে দুইজন বিদেশি রয়েছেন বলে জানা গেছে। এরা পানামা ও ইকুয়েডরের নাগরিক।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডেক্যুই ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ হামলাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। হামলার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রতি দিয়েছেন তিনি।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটিতে সাধারণত বামপন্থি গেরিলা বিদ্রোহী বা মাদক পাচারকারীরাই এ জাতীয় হামলা চালিয়ে থাকে।

ফলে গত কয়েক দশক ধরে দু দলের বোমা হামলার মুখে আতঙ্কে দিন কাটাচ্ছে বোগোটার বাসিন্দারা। যদিও ২০১৬ সালে দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ফলে সেখান নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত