ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পাসওয়ার্ড না দেয়ায় স্বামীর গায়ে আগুন

পাসওয়ার্ড না দেয়ায় স্বামীর গায়ে আগুন

ফেসবুক বা মোবাইল ফোনের পাসওয়ার্ড নিয়ে অনেক প্রেমিক প্রেমিকা এবং স্বামী-স্ত্রীর মধ্যেই সমস্যা হয়। এ নিয়ে রাগারাগি, কথা বন্ধ এমনকি অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কথাও শোনা যায়। তাই বলে স্বামীকে আগুনে পুড়িয়ে মারার কথা এর আগে কে শুনেছে?

শুনুন আর নাই শুনুন, এটা বাস্তব। আর মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল জানায়, ঘটনার দিন স্বামী দেদি পুর্নিমা (২৬) ছাদ মেরামতের কাজ করছিলেন। ওই মুহূর্তেই তার মোবাইল ফোনের পাসওয়ার্ড চায় তার পচিশ বছর বয়সী স্ত্রী ইহাম চাবানি।

দেদি পুর্নিমা তা দিতে অস্বীকৃতি করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। দেদি ছাদের ওপর থেকে নেমে আসার পরও তাদের ঝগড়া চলতেই থাকে। এক পর্যায়ে স্ত্রী চাবানিকে মারধোর করেন দেদি।

এতে রেগে গিয়ে চাবানি তার স্বামী দেদির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা যান দেদি।

এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সে দেশের ইস্ট লুম্বুক রিজিওনাল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সূত্র: ডেইলি মেইল

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত