ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার নয়

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:১৪  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০১৯, ১২:২০

দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার নয়

ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রনে আনতে আজব দাওয়াই দিলেন এবারে যোগগুরু রামদেব। তিনি জানিয়েছেন, ভারতে দুইয়ের বেশি যাদের সন্তান রয়েছে, তাদের যেন ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। এমনকি তারা সরকারি চাকরি করলে তাদের সরকারি চাকরি থেকেও যেন ছাঁটাই করা হয়।

ভারতের মাটিতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে বুধবার আলিগড়ে এক জনসভায় রামদেব এমন উপায় বাতলে দেন।

রামদেব বলেন, ভারতে হিন্দু হোক বা মুসলিম হোক, দুইয়ের বেশি সন্তান থাকলেই সেই দম্পতির ভোট দেওয়ার অধিকার, চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং সরকারি চাকরিসহ সবরকমের সুবিধা কেড়ে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, যাদের দুটির বেশি সন্তান রয়েছে তাদের ভোটে দাঁড়াতে দেওয়াও উচিত নয়।

একইসঙ্গে দুইয়ের বেশি সন্তানদের সরকারি স্কুলে ভর্তি, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ সমস্ত রকমের সরকারি পরিষেবা থেকে দূরে রাখা উচিত বলে দাবি করেন তিনি।

অবশ্য যোগগুরু রামদেব এর আগেও এমন বিতর্কিত্মূলক মন্তব্য করেছেন। গত বছর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামদেব দাবি করেছিলেন, তার মতো যারা বিয়ে করেননি তাদের বিশেষ সম্মান পাওয়া উচিত।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত