ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইস্তাম্বুলে ভবনধসে নিহত বেড়ে ১৬

ইস্তাম্বুলে ভবনধসে নিহত বেড়ে ১৬

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়েলু জানান, শনিবার সকালে ভবনের ধ্বংসাবশেষ থেকে আরো একজনের মৃতদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা ১৬তে গিয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে ইতিমধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলের কারাতাল জেলার আটতলা ওই অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে দুই জন নিহত ও ছয় জন আহত হওয়ার কথা জানা গিয়েছিলো।

কিন্তু উদ্ধার তৎপরতা জোরদার হওয়ার পর আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ভবনটিতে মোট ১২টি অ্যাপার্টমেন্টে ছিলো।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়েলু আরো বলেন, এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি বলেন, এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের এটা নিশ্চিত করা উচিত যে, দায়ীদের শাস্তি দেওয়া হবে।

ইস্তাম্বুলের এশীয় অংশের কারতাল এলাকার ভবনটি কেন ধসে পড়ল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র: আরব নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত