ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানে হামলার নির্দেশ দিয়েছেন মোদী!

পাকিস্তানে হামলার নির্দেশ দিয়েছেন মোদী!

কাশ্মীরে ভাতীয় জওয়ানদের ওপর হামলা বিষয়ে শুক্রবার সকালে নিরাপত্তার জরুরি বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই ইঙ্গিত মিলেছিল যে, ভারত সরকার সহজ ভাবে নিচ্ছে না পুলওয়ামার হামলাকে। জবাব দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই ইঙ্গিত মতোই প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, পুলওয়ামার ঘটনা নিয়ে দেশের ১৩০ কোটি মানুষের মনে আক্রোশ তৈরি হয়েছে। আমি অনুধাবন করতে পারছি। চিন্তা নেই। কবে, কোথায়, কীভাবে প্রত্যাঘাত হবে, তার অনুমতি দিয়ে দিয়েছি সেনাবাহিনীকে। নিতি ভারতীয় সেনাদের পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইকের অনুমিত দিয়েছেন বলেই জল্পনা চলছে ভারতজুড়ে।

শুক্রবার মন্ত্রিসভার নিরপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পরে মধ্যপ্রদেশের ঝাঁসিতে যান মোদী। সেখানেই খোলা মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত জবাব দেবেই। সেই মতো নির্দেশও সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলা করেছিল সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মুহম্মদের চার জঙ্গি। ওই ঘটনায় প্রাণ হারায় ১৭ ভারতীয় জওয়ান। সেই ভয়াবহ ঘটনার ১১ দিন পরে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা টপকে সার্জিক্যাল অপারেশন চালিয়ে পাক মাটিতে থাকা জঙ্গি শিবির ধ্বংস করেছিল ভারতীয় সেনা।

এবার পুলওয়ামার ঘটনার বিজেপি ও সঙ্ঘ পরিবারের থেকেও চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেও। চাপের পাশাপাশি দেশবাসীর ভাবাবেগ আঁচ করেই মোদীও পদক্ষেপ শুরু করলেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শনিবার সর্বদল বৈঠক ডেকেছে মোদী সরকার।

  • সর্বশেষ
  • পঠিত