ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

যুদ্ধক্ষেত্রে ভারতকে উপযুক্ত জবাব দেবে পাক সেনাবাহিনী

যুদ্ধক্ষেত্রে ভারতকে উপযুক্ত জবাব দেবে পাক সেনাবাহিনী
আসিফ গফুর

পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই দু দেশের উচ্চপদস্থ লোকজন পরস্পরের প্রতি নানা হুমকি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নয়াদিল্লিকে সরাসরি হুমকি দিলেন আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর

প্রথম থেকেই এ হামলার জন্য ইসলামাবাদ সরকারেক দায়ী করে পাকিস্তানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে চলেছে ভারত। প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ বিভিন্ন কর্মকর্তারা পাকিস্তানকে দেখে নেযার হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানকে গোটা বিশ্বে একঘরে করারও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মোদি।

এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত হামলা চালালে তার দেশ বসে থাকবে না। তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।

ইমরানের এই নির্দেশের পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধক্ষেত্রে তারা ভারতকে উপযুক্ত জবাব দেবে।

জেনারেল আসিফ গফুর দাবি করেন, ‘ভারত যুদ্ধ শুরুর চেষ্টা করছে কিন্তু আমরা তা করছি না। আমরা শুধু আমাদের দেশকে রক্ষার চেষ্টা করছি যা আমাদের অধিকার।’

এরপরই তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে, আপনারা আগ্রাসন শুরু করলে আমাদের সেনাবাহিনী বিস্মিত হবে না, কিন্তু আমরা আপনাদেরকে বিস্মিত করে দেব। আশা করি আপনারা বার্তা পেয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না। সেনারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করবে।’

জেনারেল আসিফ গফুর বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারতকে জবাব দিয়েছেন কিন্তু সামরিক বাহিনীর জবাব হবে ভিন্ন।’

শুক্রবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরো বলেন, ‘ভারত এখনো দু দেশ ভাগ হয়ে যাওয়ার বাস্তবতাকে মেনে নিতে পারেনি। এজন্যই ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আত্মরক্ষার কথা বলে তারা পরমাণু অস্ত্র বানিয়েছে। এছাড়া, ভারত সবসময় সন্ত্রাসবাদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।’

তার মতে, কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকা কোনো প্রমাণ ছাড়াই ভারত ইসলামাবাদকে দোষারোপ করেছে।

এ ক্ষেত্রে তার যুক্তি, ‘কাশ্মীরের সীমান্ত রেখা বরাবর ভারতের কয়েক স্তরের সেনা রয়েছে। সীমান্ত থেকে কয়েক মাইল ভেতরে হামলা হয়েছে। ভারতের এসব সেনাকে এড়িয়ে কী করে পাকিস্তানি সেনারা সেখানে হামলা করতে পারে? এক্ষেত্রে ভারত তাদের সেনাবাহিনীকে জিজ্ঞাসাবাদ করতে পারে।’

এরপর তিনি ভারত সরকারের প্রতি সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত