ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘ভারত-পাকিস্তান পরিস্থিতি ভয়াবহ’

‘ভারত-পাকিস্তান পরিস্থিতি ভয়াবহ’

পুলওয়ামা হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাজমান বর্তমান পরিস্থিতিকে ‘খুব খুব খারাপ’ (very, very bad) বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি আশা করেছেন, কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে অচিরেই তার অবসান হবে।

শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ। আমরা এই শক্রতার অবসান চাই। কাশ্মীরে বহু মানুষ নিহত হয়েছে। আমরা এই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই।’

তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি আলোচনায় অংশ নেয়ারও আগ্রহ ব্যক্ত করেছেন।

তিনি পুলওয়ামা হামলা প্রসঙ্গে বলেন, ‘ভারত এখন জোরালো কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। হামলায় ভারতের প্রায় ৫০ জন নিহত হয়েছে। আমরা তাদের মানসিক অবস্থা অনুমান করতে পারি।’

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তারা পাকিস্তানের বিভিন্ন নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি জানান, তার প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে। সকলেই চান এই ব্যাপারটির একটি ইতিবাচক নিষ্পত্তি হোক। দু’পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার।’

পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টদের কাছ থেকে নানা সুবিধা পেয়ে আসছে। আমরা প্রতি বছর তাদের ১.৩ বিলিয়ন ডলার করে দিয়েছি। কিন্তু আমি এসে ওই অর্থ দেয়া বন্ধ করে দিয়েছি। কারণ তাদের যেভাবে আমাদের সহযোগিতা করা প্রয়োজন ছিলো তারা সেটা করেনি।’

তবে গত কয়েক মাসে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত