ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

নিজেদের আকাশসীমায় দুই ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে একজন ভারতীয় পাইলটকে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ।

ইসলামাবাদ বলছে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সে দেশের বিমান বাহিনীর লোকজন গুলি করে ভারতীয় বিমান দুটিকে ভূপাতিত করেছে।

তবে পাকিস্তান সরকারের এই দাবি নাকচ করে দিয়েছে ভারত। উল্টো পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে নয়াদিল্লি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বুধবার সকালে এক বিবৃতিতে বলেন, ওই বিমান দুটির একটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং অন্যটি জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া পাক সেনারা একজন পাইলটকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।

এদিকে জম্মু-কাশ্মীরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তারা তা জানায়নি। আর এই বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে পাকিস্তানের দুই বিমান ভূপতিত করার দাবির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত