ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে চীনা টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

মার্কিন সরকারের একটি নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারি সংস্থাগুলো হুয়াওয়ের পণ্য ব্যবহার করতে পারে না। সরকারি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই মামলাটি করেছে হুয়াওয়ে।

বৃহস্পতিবার হুয়াওয়ে নিশ্চিত করেছে যে, তারা যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা সীমাবদ্ধ করে দেয়া এক আইনের একটি অনুচ্ছেদ নিয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

গত বছর মার্কিন কংগ্রেসে ওই অনুচ্ছেদসহ একটি বিল পাস হওয়ার পর তা আইনে পরিণত হয়।

এক বিবৃতিতে হুয়াওয়ে বলেছে, মার্কিন কংগ্রেস তাদের নিষেধাজ্ঞাকে সমর্থন করে এমন কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে।

হুয়াওয়ের পণ্য দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ থেকে সরকারি সংস্থাগুলোর ওপর কোম্পানিটির পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

হুয়াওয়েকে এড়িয়ে চলতে মিত্র দেশগুলোকেও প্ররোচিত করছে ট্রাম্প সরকার।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত