ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান-ভারত!

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান-ভারত!

প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারত বলেছে, পরস্পরের পক্ষ থেকে চালানো যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা চরম প্রস্তুতি বজায় রেখেছে।

পরমাণু শক্তিধর এই দেশ দুটির চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তখন তারা এ বক্তব্য দিল।

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি যে কোনো আগ্রাসন শনাক্ত করা এবং ঠেকিয়ে দেয়ার জন্য আকাশে কঠোর নজর রাখা হয়েছে।

পাকিস্তান তার আকাশসীমা ওমান, ইরান, আফগানিস্তান এবং চীনের জন্য খুলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে পাক-ভারত আকাশ সীমান্তে ঢোকার এবং বের হওয়ার ১১টি স্থান এখনো ভারতের জন্য খুলে দেয়া হয় নি।

এদিকে, কিছুদিন আগেই পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যে কোনো আগ্রাসন বা হঠকারীতার মুখে দেশকে রক্ষার লক্ষ্যে পাক সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবন্ধ। যে কোনো হুমকি মোকাবেলায় পাক বাহিনীকে অব্যাহতভাবে সতর্ক এবং প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ভারতের দাবি পাকিস্তানে অবস্থানকারী জঙ্গি নেতা মাসুদ আজহারের দল জইস-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে। এই হামলার জবাবে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পরদিন দু দেশের মধ্যে হামলা ও পাল্টা বিমান হামলার ঘটনা ঘটে। এইদিন পাকিস্তানের সীমান্তে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং ওই বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাক সেনারা। কিন্তুু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ভারতের হাতে তুলে দেয়ার ঘোষণা দেন। তার দেয়া ঘোষণা মোতাবেক গত সপ্তাহেই দেশে ফিরে গেছেন পাইলট বর্তমান। কিন্তু দু দেশের উত্তেজনা এখনও কমেনি। কাশ্মীর সীমান্তে এখনও পরস্পরের বিরুদ্ধে বন্দুক হামলার অভিযোগ করছে দেশ দুটি।

সূত্র: পার্সটুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত