ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

নারী সাংবাদিককে এ কী বললেন উবার চালক!

নারী সাংবাদিককে এ কী বললেন উবার চালক!

ফের যাত্রীর সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে উবার চালকের বিরুদ্ধে। গাড়িতে উঠার পর ওই চালক নাকি এক নারী সাংবাদিককে তার কোলে বসার অফার করেন। যা শুনে আক্কেল গরম ওই সাংবাদিকের।

এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

অমৃতা দাস নামে এক নারী সংবাদিক টুইটারে নিজের ভয়ঙ্কর উবার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

টুইটারে অমৃতা লিখেছেন, স্বামীর সামনেই তার সঙ্গে অসভ্যতা করে উবার চালক। স্বামীকে নিয়ে উবারে চড়ার পর থেকেই তাকে উদ্দেশ্য করে নানা ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকে ওই চালক। একসময় এসি ছাড়ার বললে চালক ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘অতো গরম লাগলে আমার কোলে এসে বসো।’

এখানেই শেষ নয়, গন্তব্যে পৌঁছনোর আগেই তাদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। টুইটারে অভিযুক্ত উবার চালকের ছবিও পোস্ট করেন অমৃতা। একই সঙ্গে ওই চালকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।

দিল্লি উবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পাল্টা টুইট করে ক্ষমা চেয়ে নেয়া হয়েছে অমৃতার কাছে। একই সঙ্গে তাদের পরিষেবা নিয়ে আরও কোনো অভিযোগ থাকলে ইমেল করে জানাতে বলা হয়েছে।

সূত্র: আজকাল

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত