ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘আমি পুরুষের সঙ্গে শুই না’

‘আমি পুরুষের সঙ্গে শুই না’
স্পিকার রমেশ কুমার

কথায় বলে ইট মারলে পাটকেল খেতে হয়। এক মাস আগে সেই ইটটি মেরেছিলেন ভারতের কর্নাটক রাজ্যের কংগ্রেস নেতা মুনিয়াপ্পা। জবাবে ওই রাজ্যের বিধানসভার কংগ্রেস স্পিকার রমেশ কুমারের বিস্ফোরক মন্তব্য, ‘আমি পুরুষের সঙ্গে শুই না। আমার বৈধ স্ত্রী আছে।’

ভারতে লোকসভা নির্বাচনের মুখে শরিক দল কংগ্রেসের এ দুই নেতার বিরোধ চিন্তায় ফেলে দিল কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারকে। এর আগে একটি রিসোর্টে দুই কংগ্রেস বিধায়কের মধ্যে হাতাহাতির ঘটনাও অস্বস্তিতে ফেলে দিয়েছিল রাজ্যের জোট সরকারকে।

যদিও মুনিয়াপ্পা-রমেশ কুমারের বিরোধ কর্নাটক কংগ্রেসের রাজনীতিতে নতুন কোনও ঘটনা নয়। এবারও নিজের পুরনো কোলার আসন থেকেই কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়বেন মুনিয়াপ্পা। তার এই মনোনয়নে আপত্তি জানিয়েছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার। এ কাজে তিনি পাশে পেয়েছেন কোলার লোকসভা আসনের মধ্যে পড়া কয়েকটি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত কংগ্রেস জনপ্রতিনিধিদেরও।

তার অভিযোগ, নিজের কেন্দ্রে জনপ্রিয়তা না থাকার পরও কেবল দলের হাইকমান্ডের সঙ্গে সম্পর্কের কারণে এ বারও কোলার আসনে দলের টিকিট পেয়েছেন মুনিয়াপ্পা। শুধু তাই নয়, আসন্ন লোকসভা ভোটে তার আত্মীয়স্বজনদেরও টিকিট পাইয়ে দেওয়ার জন্য তদবির করে চলেছেন মুনিয়াপ্পা।

তবে স্পিকার রমেশ কুমারের সঙ্গে তার কোনো বিরোধের খবর মানতে নারাজ কংগ্রেস দলের এ সদস্য। তার দাবি স্পিকারের সঙ্গে তার কোনো ঝামেলা নেই।আর নিজের এ দাবি প্রমাণ করতেই যেন গত মাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনিয়াপ্পা বলেছিলেন, ‘আমি আর রমেশ কুমার হলাম স্বামী-স্ত্রীর মতো।আমাদের মধ্যে কোনো ইস্যু নেই।’

এক মাস আগে মুনিয়াপ্পার ছোড়া সেই ‘ঢিল’-এর কথা যে ভুলে যাননি, সম্ভবত তা মনে করিয়ে দিতেই বৃহস্পতিবার কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার বলেন, ‘আমি কোনও পুরুষের সঙ্গে শুই না। আমার বৈধ স্ত্রী রয়েছেন যে!’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত