ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬০

ঘানায় দুই বাসের সংঘর্ষে নিহত ৬০

আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন।

শুক্রবার সকালে বনো ইস্ট অঞ্চলের রাজধানী আক্রায় এই দুর্ঘটনা ঘটে।

ঘানার চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়া পথে দুই দূরপাল্লার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ পর একটি বাসে আগুন ধরে যায়। অন্যটি ভেঙে গুড়িয়ে যায়।

এ দুর্ঘটনায় দুই বাসের ৬০ আরোহী নিহত হয়েছে। এদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের সময় বাস দুটির প্রত্যেকটিতেই কমপক্ষে ৫০ জন করে যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদাতা ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ওই অঞ্চলের সরকারি কিনটামপো হাসপাতালের চিকিৎসক কওমি আরহিন বলেছেন, আহত ২৮ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, ঘানায় প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। দেশটিতে প্রতিদিন সড়কে গড়ে ছয়জন মারা যায়।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত