ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এরদোয়ান

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এরদোয়ান

গোটা বিশ্বে এমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার প্রেক্ষিতে গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আলজাজিরা।

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, হলোকাস্ট গণহত্যার পর মানবতার জন্য ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হয়েছিল, ঠিক তেমন করে বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত।

এ সময় তিনি মসজিদ হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্নের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, ‘মুসলিমদের জন্য অরডার্ন যে সমানুভূতি ও সংহতি দেখিয়েছেন সেটা বিশ্ব নেতাদের জন্য উদাহরণ হওয়া উচিত।’

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন।

এর আগে ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা করেছিলেন এরদোয়ান।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত