ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মসজিদে হতাহতদের পরিবারের তহবিলে ৭৪ লাখ ডলার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০১:৪৪

মসজিদে হতাহতদের পরিবারের তহবিলে ৭৪ লাখ ডলার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের জন্যে গঠিত তহবিলে এখন পর্যন্ত প্রায় ৭৪ লাখ ডলার জমা হয়েছে। গত ১৫ মার্চের সন্ত্রাসী হামলার পর গড়ে ওঠা তহবিলে এই পর্যন্ত এ অঙ্কের অর্থ যোগ হয়েছে বলে জানিয়েছে ফান্ড সংগ্রাহক ওয়েবসাইট ‘গিভ এ্যা লিটল’ ও ‘লঞ্চ গুড’। খবর ওয়েবসাইটের।

গিভ এ্যা লিটল জানিয়েছে, তাদের তহবিলে প্রায় ৯১ হাজার দাতা ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার দিয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ফান্ড সংগ্রহের ওয়েবসাইট ‘লঞ্চ গুড’ জানিয়েছে, তাদের মাধ্যমে প্রায় ৪০ হাজার দাতা প্রায় ১.৮ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।

গত ১৫ মার্চ জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) পরে আটক করে পুলিশ।

গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, হামলায় নিহতদের দাফন করার সকল খরচ সরকারই বহন করবে।

  • সর্বশেষ
  • পঠিত