ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

চলতি মাসেই কিম-পুতিন বৈঠক

চলতি মাসেই কিম-পুতিন বৈঠক

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিয়েতনামে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকটি ব্যর্থ হওয়ার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী সপ্তাহে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুতিনের সঙ্গে এটিই হবে কিমের প্রথম বৈঠক।

ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি বৈঠকের প্রস্তুতি চলছে। আমরা দীর্ঘ সময় ধরে এ বৈঠকের জন্য আলোচনা করে আসছি।’

তিনি আরো বলেন, শিগগিরই বৈঠকের সময়সূচি ও বৈঠকের স্থান জানানো হবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার 'ইয়নহ্যাপ' সংবাদ সংস্থা এক সূত্রের বরাত দিয়ে জানায়, এপ্রিলের শেষ নাগাদ পুতিন-কিমের বৈঠকটি হতে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভিয়েতনামের হ্যানয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের বহুল আলোচিত বৈঠকটি কোন চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর কিম পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করার হুমকি দিয়েছেন।

সূত্র: দ্য জাপান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত