ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

‘প্রধানমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি গড়বেন, রামমন্দিরের কী হল?’

‘প্রধানমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি গড়বেন, রামমন্দিরের কী হল?’

ভারতে লোকসভা নির্বাচনে সোড়া জাগিয়েছে কলকাতায় বিদ্যাসাগর মূর্তি ভাঙার ঘটনাটি। গত দু দিন ধরে এই নিয়েই পরষ্পরকে আক্রমণ করছেন ভারতের রাজনৈতিক দলগুলোর নেতারা। মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শো চলাকালীন সময়ে ভয়াবহ গোলযোগ ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাটি ঘটে।

মূর্তি ভাঙাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিজেপি ও তৃণমূলের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছে। তৃণমূলের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ তুলে রাজ্যে পঞ্চধাতু নিয়ে বিদ্যাসাগরের মূর্তি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রস্তাব নিয়ে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বিদ্যাসাগরের মূর্তি গড়বেন, রামমন্দিরের কী হল? তার সরকার তো গত পাঁচ বছরের শাসনকালে ভগবান রামচন্দ্রের একটি ছোটো মন্দিরও তৈরি করতে পারে নি।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলা ভিক্ষা নেবে না, তাদের কাছে যথেষ্ট অর্থ আছে, যা দিয়ে মূর্তি বানানো যায়।

গত সপ্তাহে এ রাজ্যকে ‘কাঙাল বাংলা’ বলে মন্তব্য করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক সঙ্কটের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধুনো করেছিলেন তিনি।

জবাবে বিজেপি প্রার্থীদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘একটা নেতা এসে বলে গিয়েছে, মমতা বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। কাঙালের মানে জানে? বাঙালিকে কাঙালিকে বলছে যারা তাদেরএকটাও ভোট দেবেন না। এত বড় সাহস!’

ভারতের আগামী রোববার লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট অনুষ্ঠিত হবে। ভোট গণনা শুরু হবে আগামী ২৩ মে থেকে।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত