ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবে: ট্রাম্প

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবে: ট্রাম্প

ইরানের পরমাণু সঙ্কটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের সঙ্গে খুব শীঘ্রই কথা বলতে চাইবে ইরান।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘এ নিয়ে অনেকেই অনেক মত দিয়েছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেব। সেটা খুবই সোজা। আমার বিশ্বাস ইরান খুব শীঘ্রই আমাদের সঙ্গে কথা বলতে চাইবে।’

ইরানের প্রতিবেশী দেশ ইরাকে মার্কিন কনসুলেট ও দূতাবাস থেকে বেশ কিছু কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কিন্তু ইরান নীতি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট ফের উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, তার প্রশাসনের অন্দরে এমন কিছুই হয়নি। যদিও মার্কিন কংগ্রেসে বেশ কিছু ডেমোক্র্যাট নেতা দাবি করেছেন, ইরান নীতি নিয়ে তাদের অন্ধকারে রেখেছেন প্রেসিডেন্ট। তাদের দাবি, প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যে কোনও ভাবে ইরানের সঙ্গে যুদ্ধ করতে চান। কিন্তু মার্কিন কংগ্রেস সেই অনুমতি কখনওই দেবে না। যদিও ট্রাম্প প্রশাসন এবং ইরান সরকার জানিয়েছে তারা যুদ্ধ চায় না।

এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জ়ারিফও মুখ খুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার দেশের সঙ্গে যা করেছে, তা অনৈতিক। তার ভাষায়, ‘এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। আমাদের যতটা সংযম দেখানো উচিত, আমরা তা দেখিয়েছি।’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত