ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জ্যান্ত পুঁতে রাখা নবজাতককে উদ্ধার করলো কুকুর

জ্যান্ত পুঁতে রাখা নবজাতককে উদ্ধার করলো কুকুর
এই সেই কুকুর

থাইল্যান্ডের উত্তরাঞ্চলঅয় বান নং খাম গ্রামে এক নবজাতককে জ্যান্ত পুঁতে রেখেছিলো তারই মা। পরে একটি কুকুর ওই শিশুকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে ।

গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী তার বাচ্চা হওয়ার ঘটনাটি গোপন করতে চেয়েছিলো। এজন্যই সে শিশুটি হওয়ার পরপরই তাকে বাড়ির পাশের মাঠে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলে। কিন্তু ঘটনাটি নজরে পড়ে যায় পিংপং নামের এক কুকুরের। সে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে মাঠে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। তখন কুকুরের মালিক দেখেন, মাটি থেকে একটি শিশুর পা বের হয়ে এসেছে।

তখন সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা শিশুটিকে পরিষ্কার করার পর জানায়, সে সুস্থ আছে।

পিংপংয়ের মালিক জানিয়েছেন, গাড়ির ধাক্কায় কুকুরটির একটি পা অকেজো হয়ে গেছে। তারপরও কুকুরটির প্রভুভক্তি দেখে এবং তার কাজেও কুকুরটি সহায়ক হওয়ায় তিনি এটিকে তার কাছে রেখেছেন। আর গোটা গ্রামের মানুষও কুকুরটিকে ভালোবাসে। সে যা করেছে তা খুবই চমকপ্রদ।

উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ করা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কিশোরীটি তার এ কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তার বাবা-মা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত