ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

রোববার সরকার গঠন করবেন মোদি

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৫:৫৭

রোববার সরকার গঠন করবেন মোদি

ভারতে লোকসভা নির্বাচনের সম্পুর্ন ফলাফল ঘোষণা করার আগেই আগামী রোববার সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একই সঙ্গে ওইদিন সন্ধ্যা ৬টায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষন দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ভারতের ৫৪২ টি আসনের ফল ঘোষনা হতেই এদিন দেখা যায় ৩৫০ টি আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। যার মধ্যে বিজেপি একাই এককভাবে ম্যাজিক ফিগার ২৭১ টি আসন পেরিয়ে গিয়েছে। বিজেপি এককভাবেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে ২৯৪ টি আসনে। ফলে স্বভাবতই বিজেপি শিবিরে খুশির হাওয়া। এ নিয়ে টুইট করেছেন মোদি। টুইটে তিনি ভোটের এই ফলাফলকে ‘ফের জয় পেয়েছে ভারত’ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৮৫ টি আসন। যারমধ্যে এককভাবে কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় ৫২ টি আসনে। অন্যন্যরা পেয়েছেন ১০৭ টি আসন।

পশ্চিমবঙ্গে ঝড় তুলেছে গেরুয়া শিবির। এই রাজ্যে সর্বশেষ খবরে ১৭টি আসনে এগিয়ে রয়েছে মোদির দল বিজেপি। অন্যদিকে মমতার দল তৃণমূল এগিয়ে আছে মাত্র ২২টি আসনে। এই ফলাফলে মুখ্যমন্ত্রী মমতার মাথায় হাত।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত