ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ভারতে নিষিদ্ধ জেএমবি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০১৯, ২০:১৭  
আপডেট :
 ২৪ মে ২০১৯, ২১:০৮

ভারতে নিষিদ্ধ জেএমবি

জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি-কে নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার। শুক্রবার এক নির্দেশনায় একথা জানানো হয়েছে। নির্দেশনা অনুসারে বেআইনি কার্যকলাপরোধী আইন ১৯৬৭ অনুসারে হিংসা ও নাশকতা ছাড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে জেএমবি-কে।

নির্দেশনায় আরো বলা হয়, ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণে জেএমবি যুক্ত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ফলে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ ও তার শাখা সংগঠনজামাআতুল মুজাহিদীন হিন্দুস্তানকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, পশ্চিমবঙ্গে গত প্রায় এক দশক ধরে ডালপালা মেলেছে জেএমবি। খাগড়াগড় বিস্ফোরণের পর রাজ্যের একাধিক জেলায় এদের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ মেলে। কলকাতা-সহ গোটা দেশ থেকে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক জঙ্গিকে। এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।

  • সর্বশেষ
  • পঠিত