ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রাহুলের পদত্যাগ ঠেকাতে কংগ্রেসের নবীন নেতারা তৎপর

রাহুলের পদত্যাগ ঠেকাতে কংগ্রেসের নবীন নেতারা তৎপর

ভারতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে পদত্যাগের ঘোষণা দিতে চলেছেন দলের সভাপতি রাহুল গান্ধী। কিন্তু শুক্রবার এ খবর ছড়াতেই দলে আলোড়ন তৈরি হয়েছে। রাহুলের পদত্যাগ ঠেকাতে দিল্লি আসতে শুরু করেছেন দলের নবীন নেতারা। তারা চান, রাহুল যাতে কোনোভাবেই পদত্যাগ না করেন।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শনিবার। এদিনই পদত্যাগের ঘোষণা দিতে পারেন রাহুল। কিন্তু দলের নেতারা তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কেননা তারা এখনও তার উপরই আস্থাশীল। এ প্রসঙ্গে মতিলাল ভোরার মতো প্রবীণ নেতা বলেন, ‘রাহুল গান্ধীর বদলে দায়িত্ব নিতে পারেন, দলে এমন ব্যক্তি কে আছে?’

যদিও রাহুলের স্থলাভিষিক্ত হতে চান দলে এমন নেতারও কিন্তু অভাব নেই। এদের মধ্যে গহলৌত, সুশীল কুমার শিণ্ডে, তরুণ গগৈ, মল্লিকার্জুন খড়্গের প্রমুখের নাম উল্লেখযোগ্য। তবে রাহুল সত্যিই পদত্যাগ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

প্রবীণ নেতাদের অনেকেই মনে করছেন, নিজের আশপাশে রাহুল যাদের রেখেছেন, তারাই তাকে ভুল পরামর্শ দিয়েছেন। এই সব ভুল শুধরে দলকে চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে।

এ প্রসঙ্গে এক প্রবীণ নেতা মনে করিয়ে দেন, ‘ইন্দিরা গান্ধীও ১৯৭৭ সালে রায়বরেলী কেন্দ্র থেকে রাজ নারায়ণের কাছে হেরে গিয়েছিলেন। সে বারেও হারের ব্যবধান ছিল ৫৫ হাজারের। এ বারেও আমেথিতে রাহুলের হারের ব্যবধান এতটাই। কংগ্রেস অনেক ওঠাপড়া দেখেছে। আবার মাথা তুলে দাঁড়িয়েছে। এটা এমন নতুন কিছু ঘটনা নয়।’

যদিও রাহুলের পদত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার উত্তরপ্রদেশে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন রাজ বব্বর। আমেথিতে দলের হারের দায় নিয়ে সেই জেলা কমিটির সভাপতিও ইস্তফা দিয়েছেন। তবে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা মনে করছেন, রাহুলকে আড়াল করার জন্যই তারা এসব পদত্যাগের ‘নাটক’করছেন।

তবে রাহুল-পন্থীরা বলছেন, ‘শনিবারের বৈঠকেও ইস্তফার ঢল নামবে। কিন্তু রাহুল কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিলে ওই পদে নেয়ার মত সাহস আর কার আছে!’

আর প্রবীণ নেতা অনিল শাস্ত্রী মনে করেন, ‘রাহুল গান্ধীর ইস্তফা দেওয়া কোনও কাজের কথা নয়। ইস্তফা দেওয়া মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। বরং এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে যেতে হবে।’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত