ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

উপজাতি বলে বারবার অপমান করায় চিকিৎসকের আত্মহত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৫:৪৫

উপজাতি বলে বারবার অপমান করায় চিকিৎসকের আত্মহত্যা

দিনের পর দিন উপজাতি বলে অপমান করায় ভারতের মুম্বাইয়ের বিওয়াই এল নায়ার হাসপাতালের এক তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন। এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর নাম পায়েল সালমান তাদবি। নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

তার মায়ের দাবি, সিনিয়র চিকিৎসকেরা প্রায়ই পায়েলকে জাতি বিদ্বেষ মূলক মন্তব্য করতেন। আর সেই কারণেই আত্মহত্যা করেছেন পায়েল। মৃত্যুর আগে কয়েক জনের নামও বলে গিয়েছিলেন তিনি।

পায়েলের মৃত্যুর পর থেকে ওই চিকিৎসকদের খোঁজ মিলছে না। ইতিমধ্যে মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস ওই চিকিৎসকদের সদস্য পদ বাতিল করেছে।

অভিযুক্তরা হলেন হেমা আহুজা, ভক্তি মেহের এবং অঙ্কিতা খান্ডিওয়াল।

পায়েলের মা একজন ক্যানসার রোগী। তার অভিযোগ পায়েলের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে সে কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।

নায়ার হাসপাতাল কর্তৃপক্ষ আবার অভিযোগ অস্বীকার করেছে। কর্মকর্তারা বলছেন, পায়েলের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাই পরিবার যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করছে তা ঠিক নয়।

  • সর্বশেষ
  • পঠিত