ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ছোট পোশাক পরলেই নারী কর্মীদের বাড়তি বেতন!

ছোট পোশাক পরলেই নারী কর্মীদের বাড়তি বেতন!

নারী কর্মীরা অফিসে ছোট পোশাক পরে এলেই পাবেন অতিরিক্ত বেতন। এমন এক ক্যাম্পেন শুরু করেছে রাশিয়ার একটি কোম্পানি। এনিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

কোম্পানিটির দাবি এর ফলে কাজের ক্ষেত্রে ‘টিম বন্ডিং’ বাড়বে। ফলে বাড়বে উৎপাদন।

রাশিয়ার অ্যালুমিনিয়াম তৈরির কোম্পানি ট্যাটপ্রুফ, এই ক্যাম্পেন শুরু করেছে। সেখানেই বলা হয়েছে, অনেক নারীই ট্রাউজার পরে অফিসে আসেন। এই ক্যাম্পেনের ফলে তারাও যদি হাঁটু থেকে ৫ সেন্টিমিটার ওপর পর্যন্ত বা তার থেকে কম লম্বা স্কার্ট বা ওই ধরনের পোশাক পরেন তাহলে বেতনের সঙ্গে বোনাস পাবেন। দেওয়া হবে অতিরিক্ত ১০০ রাশিয়ান রুবেল।

রাশিয়ার কোম্পানিটির তরফে জানানো হয়েছে, এই পরিকল্পনা সংস্থার সিইও-র। ট্যাটপ্রুফের এই সিদ্ধান্তকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত