ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ক্ষুদে মুর্তজার মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৪:৩৮

ক্ষুদে মুর্তজার মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

আন্তর্জাতিক চাপের মুখে ১৩ বছরের কিশোর মুর্তজা কুরেইসির মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরব। মুর্তজাকে ২০২২ সালে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, নাশকতার অভিযোগে মুর্তজাকে আটক করা হয়েছিল। ২০১৪ সালে তাকে ১২ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু বয়স বিবেচনা করে তার সাজা ৪ বছর কমানো হয়েছে।

কিছুদিন আগেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংগঠন জানায়, মুর্তজার বিরুদ্ধে ভিন্নভিন্ন অভিযোগ এনে দেশটির পুলিশের প্রসিকিউটর তার মৃত্যুদণ্ড চায়। এ ব্যাপারে আপিলও করা হয়। সেই আপিলই খারিজ হয়ে গেছে বলে জানিয়েছে সৌদি আরবের কয়েকটি গণমাধ্যম।

সৌদি পুলিশের প্রসিকিউটর কিশোর মুর্তজার মৃত্যুদণ্ড চাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়। অস্ট্রিয়া গত বুধবার জানায়, মুর্তজার মৃত্যুদণ্ড না আটকালে ভিয়েনায় সৌদি সরকারের একটি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। এছাড়া বিশ্বনেতারাও এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত