ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পুলওয়ামায় ফের জঙ্গি হামলার আশঙ্কা পাকিস্তানের

পুলওয়ামায় ফের জঙ্গি হামলার আশঙ্কা পাকিস্তানের

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপোরায় ফের জঙ্গি হামলা হতে পারে বলে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। এর জের ধরে দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় এক সংবাদ মাধ্যম।

পত্রিকাটি আরো বলছে, পাকিস্তানের কাছ থেকে সচরাচর এমন সতর্কবার্তা মেলে না। এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ সময়েও এ ধরনের হামলার বিষয়ে নয়াদিল্লিকে করেছিলো ইসলামাবাদ।

গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা এলাকায় আত্মঘাতী জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়েছিল। এবার সেই পুলওয়ামাতেই জঙ্গি হামলার সম্ভাবনার কথা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনকে জানিয়েছে পাক সরকার। এছাড়া হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছে ইমরান খানের সরকার।

সম্প্রতি কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আইএস কমান্ডার জ়াকির মুসা। তারই বদলা নিতে এই হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।

ফেব্রুয়ারি মাসের উত্তেজনার পরেও অবশ্য কাশ্মীরে অশান্তি থামেনি। কয়েক দিন আগেই কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত হয়েছেন পাঁচ ভারতীয় জওয়ান। তাই পাকিস্তানের সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে দিল্লি।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত