ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বিদ্যুৎ বিপর্যয়, হঠাৎ অন্ধকারে নিউ ইয়র্ক

হঠাৎ অন্ধকারে নিউ ইয়র্ক

এ যেন অবিশ্বাস্য ব্যাপার। বিদ্যুতহীন নিউ ইয়র্ক শহর। শনিবার সন্ধ্যায় অন্ধকার হয়ে যায় টাইমস স্কোয়ার ও ব্রডওয়ের বিরাট অংশ। কমপক্ষে ৫০ হাজার গ্রাহকের বাড়ি থেকে বিদ্যুৎ চলে যায়। রাস্তায় বেরিয়ে আসেন লোকজন।

এদিন টাইমস স্কোয়ার ও ম্যানহাটেনের বিভিন্ন জায়গা যখন থিকথিকে ভিড়ে ঠাসা সে সময় হঠাৎই বিদ্যুত চলে যায় ওইসব এলাকায়। এক কথায় কোনও আলো ছিল না শহরের বিরাট অংশেই। ট্রান্সফর্মার পুড়ে যাওয়াতেই ওই বিপত্তি বলে জানিয়েছে নিউ ইয়র্ক দমকল দফতর।

বিদ্যুত্ দফতরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, হঠাৎ করেই এরকম ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য লাগছে। বিদ্যুৎ চলে যাওয়ায় ব্রডওয়ের অধিকাংশ প্রেক্ষাগৃহের শো বন্ধ হয়ে যায়। বহু অনুষ্ঠানের শিল্পীরা রাস্তায় নেমে অনুষ্ঠান করেন।

এদিন রাতে ম্যাডিসন স্কোয়ারে অনুষ্ঠান হওয়ার কথা ছিল জেনিফার লোপেজের। সাড়ে নটা নাগাদ তাঁর মঞ্চের আলো নিভে যায়। পরিস্থিতি দেখে অনুষ্ঠান থেকে বের করে দিতে হয় দর্শকদের।

  • সর্বশেষ
  • পঠিত