ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ইরাকে তুর্কি কূটনীতিককে গুলি করে হত্যা, ক্ষুব্ধ আঙ্কারা

ইরাকে তুর্কি কূটনীতিককে গুলি করে হত্যা, ক্ষুব্ধ আঙ্কারা

ইরাকের কুর্দি এলাকার রাজধানী ইরবিলের রেস্টুরেন্টে বুধবার অজ্ঞাতনামা এক বন্দুকধারীর হামলায় এক তুর্কি কূটনীতিকসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো একজন। ইরাকি পুলিশের এক গোপন সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী সম্ভাব্য হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে।

সূত্র জানায়, বুধবার ইরবিলের এক রেস্টুরেন্টে তুর্কি কনস্যুলেটের উপপ্রধান যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখন একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে উপর্যপুরি গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে নিহত কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি বাকি হতাহতদের পরিচয়ও।

হামলায় ইরবিল কনস্যুলেটের এক ‘কর্মচারী’ নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে তুরস্ক। তুর্কি সরকার তাদের কূটনীতিক হত্যার ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়ে বলেছে, তারা সম্ভাব্য হামলাকারীদের চিহ্নিত ও আটক করার কাজ শুরু করেছে। প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।

তুরস্ক ছাড়াও ইরান, ইরাক এবং ইরবিলের কুর্দি কর্তৃপক্ষ এ হামলার নিন্দা করেছে।

ইরবিলে তুর্কি কূটনীতিকের ওপর হামলার নিন্দা জানিয়ে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ বলেছেন, অপরাধীদের ধরতে সবগুলো নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছে বাগদাদ।

প্রসঙ্গত, ইরবিল হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের রাজধানী। তুর্কি সরকার তুরস্ক ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সেনা অভিযান পরিচালনা করে বলে কুর্দি বিদ্রোহীরা আঙ্কারার ওপর ক্ষুব্ধ।

সূত্র: আরব নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত