ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বন্যায় গলা পানিতে নেমে লাইভ দিলেন সাংবাদিক (ভিডিও)

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৮:৫৫

বন্যায় গলা পানিতে নেমে লাইভ দিলেন সাংবাদিক (ভিডিও)

দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারে অংশ নিতে মাঝেমধ্যেই টেলিভিশন সাংবাদিকদের জীবনের ঝুঁকি নিতে হয়। বিশেষত প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। তাই বলে বন্যার পানিতে গলা ডুবিয়ে লাইভ দেওয়ার কথা অনেকে চিন্তাও করতে পারবেন না।

অথচ সম্প্রতি পাকিস্তানের এক টেলিভিশন সাংবাদিকের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেশটির জি-টিভি নিউজে কর্মরত ওই সাংবাদিক বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরতে বুম হাতে নেমে পড়েন গলা পানিতে। ভাইরাল হওয়া ভিডিওটিতে তার মাথা আর মাইক্রোফোন ছাড়া সবকিছুই ছিল পানির নিচে।

বন্যায় দেশটির পাঞ্জাব প্রদেশের কৃষিজমির অবস্থা নিয়ে প্রতিবেদন করছিলেন আজাদার হুসাইন নামে ওই সাংবাদিক।

সম্প্রতি ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে পাকিস্তানি চ্যানেল জি-টিভি নিউজ। ক্যাপশনে তারা লিখেছে, ‘বন্যার পানিতে পাকিস্তানি সাংবাদিক। দায়িত্ব পালনের জন্য তিনি জীবনের ঝুঁকি পরোয়া করেন নি।’

এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দর্শকরা। একদিকে কেউ কেউ যেমন তার দায়িত্বজ্ঞান এবং সাহসিকতার প্রশংসা করেছেন; বিপরীতে কেউ কেউ বলছেন একটা খবর সংগ্রহ করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক হয়নি তার।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত