ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

হজ পালনের জন্য সৌদিতে ১৩০ বছরের বৃদ্ধ

হজ পালনের জন্য সৌদিতে ১৩০ বছরের বৃদ্ধ

এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজের জন্য আসা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ওহি আইদ্রোস সামরি। ১৩০ বছর বয়সী এই বৃদ্ধ ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি বাদশাহ সালমানের হজ ও উমরাহ অতিথি কর্মসূচির আওতায় হজ পালন করতে এসেছেন।

সামরি তার পরিবারের ছয় সদস্যকে নিয়ে বধুবার জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিমানবন্দরের কর্মকর্তারা তাকে ফুল ও নানা উপঢৌকন দিয়ে স্বাগত জানান।

সামরি ও তার পরিবারের সদস্যরা সৌদিতে হজযাত্রীদের জন্য যে-যত্ন ও সেবা সরবরাহ করা হচ্ছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা কাবা ও মদিনা এই দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের কাছ থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা ও সেবার প্রশংসা করেছেন।

এর আগে সৌদিতে হজ করতে আসা সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ১০৪ বছরের ইবু মারিয়াহ মারঘানি মুহাম্মদ। ইন্দোনেশিয়ার এই নারী হজ পালন করেন ২০১৭ সালে। এরপর গত বছর তার চেয়ে কোনো বেশী বয়সী ব্যক্তি হজে আসেননি।

সূত্র: খালিজ টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত