ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

রাজপথে টাকা উড়াচ্ছেন যুবক, কিন্তু কেন?

রাজপথে টাকা উড়াচ্ছেন যুবক, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মধ্যে পাগলামি বেড়ে গেছে। ফেসবুক বা ইউটিউবে জনপ্রিয়তা পেতে এহেন কর্ম নেই যা মানুষ করে না। সম্প্রতি এমনই এক পাগল যুবককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার দুবাইয়ের ব্যস্ত রাজপথে দাঁড়িয়ে টাকা উড়াচ্ছিলেন ওই যুবক। আর সেই ঘটনা তিনি ফেসবুকে লাইভ করছিলেন। এসময় তাকে আটক করে কাস্টডিতে নিয়ে যায় পুলিশ। ধরা পড়ার পর ওই ব্যক্তি পুলিশকে জানান, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্যই তিনি রাস্তায় টাকা ছুড়ছিলেন।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাকে কেবল এশিয়ার কোনো দেশের বাসিন্দা বলে উল্লেখ করেছে দুবাই পুলিশ। তাছাড়া তিনি রাস্তায় মোট কত টাকা উড়িয়েছেন সে সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি।

এই ঘটনার পর দুবাই পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা, শহরের বাসিন্দাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি ইউজারদের প্রতি ফেসবুক ও টুইটারে দেশের মূল্যবোধ, সংস্কৃতি ও প্রথা বিরোধী কিছু প্রচার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান।

বৃহস্পতিবার দুবাই পুলিশ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত