ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ইসরায়েল থেকে গ্যাস কিনছে সৌদি আরব

ইসরায়েল থেকে গ্যাস কিনছে সৌদি আরব

ফিলিস্তিনিদের ভূমি জবর দখলকারী ইসায়েলের সঙ্গে সৌদি আরবের দহরম মহরম কোনো গোপন বিষয় নয়। এবার ইসরায়েলের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়ে তেল আবিবের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ সহযোগীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি।

বৃহস্পতিবার ইসরায়েলের সাবেক যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা বলেন, দুই পক্ষ একটি পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা করেছে যা সৌদি আরব থেকে ইসরায়েয়ের ভূমধ্যসাগরীয় বিনোদন নগরী এইলাতকে যুক্ত করবে। এ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব ইউরোপে তেল রপ্তানি করবে। আমেরিকার ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে আইয়ুব কারা বলেন, ‘এটি হলো দ্বিপক্ষীয় স্বার্থ।’

তিনি আরো জানান, ইরান ও পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি দেশের চলমান সংকটাপন্ন সম্পর্কের কারণে ফিলিস্তিনিদের প্রতি আরব বিশ্বের সমর্থন দুর্বল হতে শুরু করেছে।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত