ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

শ্যাম্পু দিয়ে ভেজাল দুধ বানিয়ে কোটিপতি

শ্যাম্পু দিয়ে ভেজাল দুধ বানিয়ে কোটিপতি

মাত্র সাত বছরেই আলাদিনের চেরাগ হাতে পেয়ে জিরো থেকে কোটিপতি বনে গেলেন দুই ভাই। এই চেরাগ হচ্ছে শ্যাম্পু দিয়ে দুধ তৈরি করার পদ্ধতি। এভাবেই শিশুখাদ্যে গোজামিল দিয়ে বিত্ত-বৈভবের মালিক দেবেন্দ্র গুরজার (৪২) ও জয়বীর গুরজার (৪০)।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মোরিনা জেলায়।

তাদের ব্যবসা ছিল ভেজাল দুধের। তাদের দুধের অন্যতম উপকরণ হল শ্যাম্পু, রং, ডিটারজেন্ট, রিফাইন্ড তেল।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, একসময় দুই ভাইয়ের একটা মোটরসাইকেল ছিল। বাইকে চড়ে ক্যানে করে বাড়ি বাড়ি দুধ সরবরাহ করত তারা। পরে তারা ভারতীয় মূল্যে দুই কোটির মিল্ক চিলিং প্লান্ট, মিল্ক ট্যাংকার, তিনটি বাংলো, একাধিক এসইউভি গাড়ি আর কয়েক বিঘা জমির মালিক হয়েছে।

জানা গেছে তাদের তৈরি দুধ মধ্যপ্রদেশ ছাড়াও হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের নামী দুধ কোম্পানিতে সরবরাহ করা হতো।

  • সর্বশেষ
  • পঠিত