ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ফের অবরুদ্ধ কাশ্মীর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৬:১০

ফের অবরুদ্ধ কাশ্মীর

ফের কাশ্মীরের বড় বড় শহরে কড়াকড়ি আরোপ করেছে সেখানকার প্রশাসন। রাতভর পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের পর রোববার থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।

রাজ্য সরকার বলছে, গত ২ সপ্তাহে সেখানে কোনো প্রকার কারফিউ জারি করা হয়নি। রোববার তারা সেই অবস্থান থেকে সরে আসছেন। ইতিমধ্যে টু-জি ইন্টারনেট ফের বন্ধ করা হয়েছে।

সরকারের দুই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২৪ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত