ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ, নিহত ১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৬:৫৩

কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ, নিহত ১

জম্ম-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদকারীদের সঙ্গে সারারাত পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ২৪ আহত হয়েছে বলে জানা গেছে। এরপর রোববার সকালে শ্রীনগরের অনেক এলাকায় আবারও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবারই শ্রীনগরে কারফিউ শিথিল করে যোগাযোগ ব্যবস্থা শুরুর ঘোষণা দেয় ভারত সরকার। এর পরবর্তী ২৪ ঘন্টায় প্রতিবাদকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কমপক্ষে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই প্যালেট বুলেটের আঘাতে আহত।

সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে শ্রীনগরের পুরাতন শহরের রাইনাওয়ারি, নওহেত্তা এবং গোজওয়ারা এলাকায়। পুলিশ বিক্ষোভকারীদের উপর প্যালেট, টিয়ারগ্যাস এবং মরিচের গুড়ার গ্রেনেড ছুড়ে। মরিচের গুড়ার গ্রেডে সম্প্রতি কাশ্মীরে ব্যবহার শুরু হয়েছে। এই গ্রেনেড চোখ ও চামড়ায় তীব্র অস্বস্তি তৈরী করে।

শ্রীনগরের প্রধান হামপাতালের চিকিৎসকরা জানান, যারা ভর্তি হয়েছেন তাদের ১৭ জন প্যালেট দ্বারা আহত হয়েছেন। এদের ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত