ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই ভেঙে পড়ল হেলিকপ্টার৷ ভারতের উত্তরাখণ্ড বন্যায় ভাসছে৷ সেই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি৷ মোট তিনজন ছিলেন হেলিকপ্টারটিতে। তাঁরা সবাই নিহত হয়েছে৷

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমন সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে চপারটি ভেঙে পড়ে৷

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলেই উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়৷

উত্তরকাশীর ম্যাজিস্ট্রেট জানিয়েছেন এখনও পর্যন্ত গোটা জেলায় ১৬ জন বন্যায় প্রাণ হারিয়েছেন৷ গত সপ্তাহেও মেঘ ভাঙা বৃষ্টি হয় উত্তরাখণ্ডে৷

বিপর্যয় মোকাবিলা দফতর ত্রাণ কার্যে নেমেছে৷ এছাড়াও রয়েছে স্থানীয়দের বিশেষ দল৷ মঙ্গলবার সানেল গ্রাম থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়৷

রবিবার থেকে টানা বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে৷ জেলার মাকুড়ি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্থ৷ বাড়িগুলি ভেঙে পড়ছে৷ এছাড়াও রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচানু জেলাগুলির পরিস্থিতি ভয়াবহ৷

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত