ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চায়ের পরে কবিতা

চায়ের পরে কবিতা

রাজনীতির শত ব্যস্ততার মাঝেও জীবন থেকে বেঁচে থাকার আনন্দে থাকার রসদ খুঁজে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দুয়েক আগে নিজ হাতে চা বানিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। এবার তিনি কবিতা লিখলেন দেশের স্বাধীন গণতন্ত্র নিয়ে। যা তাঁর চোখে প্রায় অবলুপ্তির পথে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি টুইটারে একটি কবিতা পোস্ট করেন। কবিতার নাম ‘ঠিকানা’। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাটি হুবহু তুলে ধরা হলো-

‘গণতন্ত্রের ঠিকানা’

স্বীকৃত হতে পারে

দেশের ইতিহাস

বোঝা যায় না

খবরের জগত

কথা বলছে না।

কাক কাঁচা করছে না

চড়ুই ধানের শীষ খাচ্ছে না

ন্যায়বিচার দক্ষতার সাথে দইয়ের মতো টক দই?

একটা ঝড় উঠেছে, অসম্মানের

কেন এই ঝড় থামছে না?

অধিকারগুলি একটি বস্তাতে স্টাফ করা হয়

প্রতিবাদকারীরা কারাগারে রয়েছেন

ফ্যাসিবাদ কারও দিকে মনোযোগ দেয় না

শুধু খুঁজে পাচ্ছি না

আমার ঠিকানা?

সবই চেনা

তবুও অজানা।

গণ্ডির মধ্যে, কোনও অনির্দিষ্ট সীমা নেই

তবে আমি ভাল আছি

আমি নিজেকে বলি?

হৃদয়, আমাকে আমার ঠিকানাটি সন্ধান করুন।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই প্রথম কবিতা লিখলেন না। গত মে মাসে লোকসভা নির্বাচনের পর ফলাফল নিয়ে ইংরেজি, হিন্দি আর বাংলায় কবিতা লিখেছিলেন। এছাড়া গতবছর, অসমে নাগরিক বিল নিয়ে আন্দোলন চলার সময়েও বিলের বিরোধিতা করে তিনি তার ফেসবুক পেজে কবিতা লিখেছিলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত