ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীর নিয়ে পাক প্রেসিডেন্টের হুঁশিয়ারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৭:১৯  
আপডেট :
 ২৫ আগস্ট ২০১৯, ১৭:২২

কাশ্মীর নিয়ে পাক প্রেসিডেন্টের হুঁশিয়ারি

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আরিফ আলভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত মূর্খের স্বর্গে বাস করছে। তারা আগুন নিয়ে খেলা করছে, আর সেই আগুনে মোদি সরকার নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে।’

সম্প্রতি কানাডিয়ান -আমেরিকান সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি এসব কথা বলেন।

আরিফ বলেন, কাশ্মীর ইস্যু বহুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে আলোচিত হয়েছে। তার অভিযোগ, ভারত মূলত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশনকে অমান্য করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে।

ইমরানের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, পাকিস্তান বারবার কাশ্মীর ইস্যুতে সরব হবে। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই ইস্যুতে কথা তুলবে পাকিস্তান। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

এর আগে তিন বলেছিলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভারত যুদ্ধ করতে চাইলে তাদের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনও রাস্তা থাকবে না৷’

আরিফ বলেন, পাকিস্তান কাশ্মীরবাসীর সঙ্গে থাকতে প্রস্তুত। তাদের সাহায্য থেকে আমরা পিছু হটবো না এবং এই বিষয় নিয়ে পাকিস্তান UNSC-তে যাবেন বলেও জানান তনি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত