ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

জাকার্তা থেকে বোর্নিওতে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

জাকার্তা থেকে বোর্নিওতে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রাজধানী সরিয়ে নেয়া হচ্ছে। জাকার্তার স্থলে দেশটির পূর্ব কালিমানতান রাজ্যের বোর্নিও দ্বীপকে রাজধানী হিসাবে বেছে নেয়া হচ্ছে বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি

বর্তমান রাজধানী জাকার্তার লোকসংখ্যা প্রায় ১ কোটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে শহরটি ডুবতে শুরু করেছে। বছরে শহরটির ২৫ সেন্টিমিটার করে ডুবে যাচ্ছে। ফলে জাকার্তার প্রায় অর্ধেকই সমুদ্রপৃষ্ঠের নিচে ডুবে গেছে। এ কারণেই রাজধানী পরিবর্তনের এ পরিকল্পনা করছে বর্তমান সরকার।

তবে নতুন রাজধানী কোথায় করা হবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে কুতাইকারতানেগারা ও উত্তর পেনাজাম পাসের নামক দুটি অনুন্নত এলাকার নাম বেশি শোনা যাচ্ছে। রাজধানী সরিয়ে নেয়ার প্রকল্পে ব্যয় হবে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়াহ (৩২.৭৯ বিলিয়ন ডলার)।

এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার পরিকল্পনামন্ত্রী জানান, কেবল জাকার্তার ট্রাফিক ব্যবস্থার কারণেই প্রতি বছর ১০০ ট্রিলিয়ন রুপিয়াহ ক্ষতি হয়।

এদিকে নতুন শহর প্রসঙ্গে টেলিভিশনে দেয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট উইদোদু বলেন, ‘নতুন শহরের অবস্থানটি হবে অত্যন্ত কৌশলগত। এটি হবে ইন্দোনেশিয়ার কেন্দ্রে এবং শহুরে অঞ্চলগুলির সন্নিকটে। একই সঙ্গে নতুন শহরে প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনাও যেন কম থাকে, এ বিষয়টিও মাথায় রাখা হবে। ’

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত