ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভারতে বিস্ফোরণ মামলায় বাংলাদেশিসহ ১৯ জনের সাজা

ভারতে বিস্ফোরণ মামলায় বাংলাদেশিসহ ১৯ জনের সাজা

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে চার বাংলাদেশিসহ ১৯ জনের সাজা ঘোষণা করেছে কলকাতার নগর দায়রা আদালত।

শুক্রবার (৩০ আগস্ট) কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এই রায় দেন।

দোষী সাব্যস্ত ১৯ জনের মধ্যে চার বাংলাদেশিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। সাজা খাটা শেষ হলে তাদের দেশে ফেরত পাঠানোর আদেশ হয়েছে রায়ে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়ি। ঘটনায় দুইজনের মৃত্যু হয়। তদন্তে নামে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএ। তদন্তে উঠে আসে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম। তারাই ঘাঁটি গেড়েছিল খাগড়াগড়ে।

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বড় নাশকতার ছক কষতেই ওই বাড়িতে তারা বোমা বানাচ্ছিল। পরে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ, আসাম এবং পরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত