ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

এনআরসি নিয়ে ইমরানের ক্ষোভ

এনআরসি নিয়ে ইমরানের ক্ষোভ

ভারতের আসাম প্রদেশে প্রকৃত নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এনআরসি ইস্যুতে ভারতের তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, হিন্দু প্রধান এ দেশটিতে মুসলিমদেরই নিশানা করা হচ্ছে।

মোদি সরকার মুসলিমদের জাতিগত নিধন করছে উল্লেখ করে ইমরান খান বলেন, এটা দেখেই বিশ্বের বোঝা উচিত যে কাশ্মীরকে অবৈধভাবে ভারতের অংশ করে মুসলিমদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে। জাতিগত নিধনের মাধ্যমে কাশ্মীরে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে তারা।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। এমন পরিস্থিতিতে গত ১৬ আগস্ট মোদির সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘হিন্দু আধিপত্যবাদীদের’ বলে বর্ণনা করেন ইমরান খান।

উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। মোট ৩ কোটি ১১ লাখ মানুষের নাম নথিভুক্ত হয়েছে। এর আগে গত বছর যে খসড়া তালিকা প্রকাশ হয় সেখানে ৪০ লাখ ৭ হাজার মানুষের নাম বাদ পড়েছিল।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত