ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

আমাজনকে বাঁচাতে ৭ দেশের চুক্তি সই

আমাজনকে বাঁচাতে ৭ দেশের চুক্তি সই

দীর্ঘদিন ধরেই আগুনে পুড়ছে পৃথিবীর ফুসফুস বলে খ্যাত আমাজন জঙ্গল। সম্প্রতি শেষে হওয়া জি-৭ বৈঠকে এ নিয়ে নানা বাক-বিতণ্ডা হলেও কার্যত বিশ্বের মহামূল্যাবান এই বনভূমিটি রক্ষায় তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নগরে পড়েনি। এ অবস্থায় আগুন নেভানোসহ আমাজন জঙ্গলটি রক্ষায় একটি চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ।

শুক্রবার কলম্বিয়ার লেটিসিয়া শহরে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে চুক্তিতে সই করেন এসব দেশের নেতারা। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে: বলিভিয়া,ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম।

ওই চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন বনায়নের জন্যও কাজ করবে দেশগুলো।

তারা আমাজন নদীর অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে। সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, বৈঠকটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আমাজনের অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে।

গত মাসের শেষ দিকে আমাজনের আগুন লাগার খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঝড় তোলে। জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত আমাজন জঙ্গলে ৭২ হাজার ৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সংখ্যা গতবছরের চেয়ে ৮০ শতাংশ বেশি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানায়, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত