ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

‘সিআইএর টাকায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান’

‘সিআইএর টাকায় জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান’

আফগানিস্তানে সোভিয়েত প্রভাব রুখতে মার্কিন সেনাকে সাহায্য করা ‘ভুল’ ছিল। আফগান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে এভাবেই হতাশা ব্যক্ত করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘সোভিয়েত শক্তিকে রুখতে মার্কিন সাহায্যে আমরা যেই মুজাহিদিনদের ট্রেনিং দিয়েছিলাম, আজ তাঁদেরই জঙ্গি ঘোষণা করা হচ্ছে।’

রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘১৯৮০-র দশকে আফগানিস্তানে রুশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জেহাদিদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান। পাকিস্তান এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছিল, যাতে রুশ সেনা আফগানিস্তান দখল করলে জেহাদের ডাক দিতে পারেন মুজাহিদিনরা। তাদের প্রশিক্ষণের জন্য অর্থ দিয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। কিন্তু এক দশক পর ওই জেহাদিদেরই সন্ত্রাসবাদী ঘোষণা করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।’

রাশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধে পাকিস্তানের নাক গলানো উচিত ছিল না বলে মত ইমরানের। তাঁর কথায়, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তানের নিরপেক্ষ অবস্থা নেওয়া উচিত ছিল। ৭০,০০০ মানুষকে হারিয়েছি আমরা। ১০০ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। শেষে আমেরিকানদের কাছে শুনতে হল, আফগানিস্তানে আমরা কিছুই করিনি।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত