ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

অবশেষে কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো মোদি সরকার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২  
আপডেট :
 ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭

কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আর্ন্তজাতিক চাপের মুখে অবশেষে অধিকৃত জম্মু ও কাশ্মীরে ওপর ভারতের আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ৩৯ দিন পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কাশ্মীর সরকারের জনসংযোগ ও তথ্য অধিদপ্তর।

শুক্রবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে এসব কথা জানায় স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আসেনি। দোকানপাট বন্ধই ছিল, ফাঁকা ছিল স্কুলগুলোও। সড়কগুলোতে খুব বেশি গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পর চালু হয়েছে হয়েছে ফোন লাইন ও মোবাইল পরিষেবাও।

কাশ্মিরের জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, সব এলাকা থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ল্যান্ডলাইন কাজ করছে এবং মোবাইল পরিষেবাও চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে বিধি-নিষেধ আরোপ করে ভারত।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত