ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সৌদি আরবের তেলখনিতে ভয়াবহ ড্রোন হামলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৭  
আপডেট :
 ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৪

সৌদি আরবের তেলখনিতে ভয়াবহ ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো কোম্পানির একটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলার জেরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হামলা চালানো হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি তার প্রতিবেদনে জানিয়েছে, আরামকোর শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী ড্রোন হামলার কারণে আগুন লাগার সাথে সাথেই তা নিয়ন্ত্রণে নেমে পড়ে। দুটি কারখানার আগুনই নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানিয়েছে এসপিএ।

এ হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত