ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ঘণ্টায় ধর্ষিত চারজন

ঘণ্টায় ধর্ষিত চারজন
প্রতীকী ছবি

ব্রাজিলের গড়ে প্রতি ঘণ্টায় চারজন কিশোরীকে ধর্ষণের শিকার হতে হয়। আর এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ১৩ বছরের কম। প্রতি দুই মিনিট অন্তর দেশটির পুলিশ নারীর বিরুদ্ধে সহিংসতার একটি ঘটনার প্রতিবেদন পাচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যেখান বলা হয়েছে নারী ও শিশু-কিশোরীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের বেসরকারি সংস্থা ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটি গত মঙ্গলবার গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে। তারা বলছে, ব্রাজিলের মোট জনসংখ্যা ২০ কোটিরও বেশি। ইতোমধ্যে দেশটির ভূখন্ড নারীর জন্য পৃথিবীর সবচেয়ে মারাত্মক হুমকির স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। নারীদের ওপর ক্রমাগত এই সহিংসতাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বাজে সময় বলে অভিহিত করা হচ্ছে।

প্রতিবেদনে দেখা গেছে এক নারী অপর নারীকে হত্যার ঘটনাও গত বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে দেশটিতে। যদিও জাতীয়ভাবে গণহত্যার হার কমেছে ১০.৮ শতাংশ। এসব ঘটনার ৮৮ শতাংশ অপরাধী হয় কোনো নারীর সঙ্গী কিংবা সাবেক সঙ্গী।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত