ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে বজ্রপাতে একদিনেই নিহত ১৭

ভারতে বজ্রপাতে একদিনেই নিহত ১৭

ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বজ্রপাতে মঙ্গলবার একদিনেই শিশুসহ প্রাণ হারিয়েছেন ১৭ জন। বজ্রপাতে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে রাজ্যের কৈমুর, গয়া, কাটিহার, মোতিহারি, আরা, জাহানাবাদ এবং আরওয়াল এলাকাগুলোতে।

সোমবার থেকেই বিহার জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে। সঙ্গে প্রবল বাজ। বজ্রপাতে বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই কৃষক। মাঠে কাজ করার সময় বাজ পড়লে তারা মারা যান।

অতিরিক্ত বৃষ্টির ফলে রাজ্যর বিভিন্ন স্থানে বন্যাও দেখা দিয়েছে। তবে সবচেয় খারাপ অবস্থা পাটনার। সেখানে গঙ্গা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানা গেছে। ফলে আদালতগঞ্জ, কংকরবাগ, শ্রীকৃষ্ণপুরী, পাটালিপুত্র এবং রাজেন্দ্রনগর এলাকাগুলো ভেসে গিয়েছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুধবার বন্যা সতর্কতা জারি করেছে বিহারের সেন্ট্রাল ওয়াটার কমিশন।

সূত্র: আজকাল

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত