ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সৌদি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইরান: পম্পেও

সৌদি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইরান: পম্পেও

সৌদি আরবের অপরিশোধিত তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দা নগরীতে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, সৌদি তেল স্থাপনায় হামলা ইয়েমেন থেকে নয়, বরং ইরান থেকে হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে একটি জোট গঠনের জন্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারাও হামলার জন্য তেহরানকে দায়ী করে বিবৃতি দিয়েছেন।

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর রিয়াদের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করে এর প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ হাজির করা হয়।

তবে শুরু থেকেই সৌদি তেল শোধনাগারে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান সরকার। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা দায় স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা সৌদি তেল শোধনাগারে আরো হামলার হুমকিও দিয়েছে। এজন্য সৌদি তেল স্থাপনা থেকে সব বিদেশিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত