ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৩ হাজারেরও বেশি কাশ্মীরিকে মুক্তি দিলো ভারত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

৩ হাজারেরও বেশি কাশ্মীরিকে মুক্তি দিলো ভারত

সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার ৩ হাজারেরও বেশি কাশ্মীরিকে মুক্তি দিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, গত ৫ আগস্ট থেকে সন্দেহভাজন হিসেবে ৪ হাজারেরও বেশি কাশ্মীরিকে আটক করেছিল ভারত সরকার। এর মধ্যে ৩ হাজার ১০০ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

তবে আটক ২০০-২৫০ জনের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ আনা হয়। এদের বেশিরভাগকেই জম্মু-কাশ্মীরের বাইরে অন্য রাজ্যের জেলে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার জন্য ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ-৩৭০ বাতিলের পর অঞ্চলটিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নামে অনেক কাশ্মীরিকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ।

এ সম্পর্কে কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তা বলেন, অনুচ্ছেদ-৩৭০ বাতিলের পর থেকে কাশ্মীরজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতিকারী। তারা দোকানপাট খোলার ক্ষেত্রেও ভয় দেখিয়েছে। এদের সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর বাইরে যাদের আটক করা হয়েছিল তাদের ছেড়ে দিয়েছি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত